Tab. E-Max Mups 20 mg
Esomepazole 20 mg খাওয়ার নিয়ম ইসোম-ই ২০ খাওয়ার নিয়ম 1+0+1
৳ 510.00
Description
ব্যবহার
ইসোম-ই ২০ নির্দেশিত:
- গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর চিকিৎসায়।
- ইরোসিভ ইসোফেগাইটিসের প্রশমনে।
- ইরোসিভ ইসোফেগাইটিস মেইনটেন্যান্স ডোজ হিসেবে।
- গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স এর উপসর্গ প্রশমনে।
- ইন-স্টেরয়ডাল প্রদাহরোধী ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাষ্ট্রিক আলসার।
- হেলিকোব্যাকটার পাইলোরি দমন (ট্রিপল থেরাপী)।
-
সতর্কতা
গ্যাস্ট্রিক আলসার এবং ডিসপেপসিয়ার ক্ষেত্রে ব্যবহারের পূর্বে ম্যালিগনেন্সির সম্ভাবনাকে যাচাই করে দেখতে হবে। এন্টিবায়োটিকের সঙ্গে ব্যবহারের পূর্বে এদের ঔষুধ নির্দেশনা দেখে নিতে হবে।
মিথস্ক্রিয়া
ড্রাগ ইন্টারঅ্যাকশন সমীক্ষায় দেখা গেছে যে এসোমাপারজোলের ফেনাইটোইন, ওয়ারফারিন, কুইনিডিন, ক্লারিথ্রোমাইসিন বা অ্যামোক্সিসিলিনের সাথে কোনও চিকিত্সাগতভাবে উল্লেখযোগ্য ইন্টারঅ্যাকশন নেই। এসোমেপ্রাজল গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণকে বাধা দেয়। অতএব, এসোমপ্রেজোল ওষুধের শোষণে হস্তক্ষেপ করতে পারে যেখানে গ্যাস্ট্রিক পিএইচ বায়োব্যাবিলিটিয়ের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক (যেমন, কেটোকনজোল, আয়রন লবণ এবং ডোগক্সিন)। মৌখিক গর্ভনিরোধক, ডায়াজেপাম, ফেনাইটোইন বা কুইনিডিনের কোঅডমিনিস্ট্রেশন এসোমপ্রেজোলের ফার্মাকোকিনেটিক প্রোফাইল পরিবর্তন করতে পারে বলে মনে হয় না।
গর্ভাবস্থাকালীন ব্যবহার
প্রেগন্যান্সি ক্যাটাগরি-বি গর্ভবতী প্রাণীদের উপর গবেষনায় ইসোম-ই ২০ের ভ্রুনের উপর কোন ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি। তবে গর্ভবতী মা এর ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো গবেষনা করা হয়নি। ইসোম-ই ২০ খুব বেশি দরকার হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত।
যেহেতু ইসোম-ই ২০ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু ওষুধটি সেবনে বিরত থাকা উচিত নাকি শিশুকে দুগ্ধপানে বিরত থাকা উচিত তা ওষুধটির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে।